মধ্যরাতের জোকস
লিখেছেন লিখেছেন আমীর আজম ২৮ অক্টোবর, ২০১৩, ১২:৩২:৩৭ রাত
ধ্যাত্তেরি, এত উৎকন্ঠা এত চিন্তা আর
ভাল লাগছে না। দেশ, রাজনীতি, ব্যাক্তিগত জীবন সব মিলিয়ে জানাটা একদম কয়লা হয়ে যাচ্ছে।
পরিবেশটা হালকা করার জন্য একটা জোকস
বলি। আমার অত্যন্ত প্রিয়
একটা জোকস।
কেউ যদি আগে শুনে থাকেন সেজন্য
দায়ী আপনি নিজে। এ
ব্যাপারে আমাকে কোন ভাবেই
দায়ী করা যাবে না।
একজন বিখ্যাত কবির জন্য সংবর্ধনার
আয়োজন করা হয়েছে। সামনে বিশাল
লোক সমাগম।
হঠাৎ একজন লোক দাড়িয়ে বলল,
"কবি ভাই,
আপনি আমাদেরকে একটা কবিতা শোনান "
দর্শকের আবদার। পূরণ করতেই হবে।
কবি শুরু করল তার কবিতা " পাখি সব করে রব
রাতি পোহাইলো কাননে কুসুমকলি সকলি ফুটিল "
কবিতা শুনে দর্শক সব চিৎকার
দিয়ে উঠল, চমৎকার চমৎকার।
হঠাৎ আর একজন দাড়িয়ে বলল, কবি ভাই
এই কবিতাটি শুধু মাত্র 'আ' কার
দিয়ে শুনান।
দর্শকের আবদার। তাই
কবি শুরু করল,
পাখা সাবা কারা রাবা রাতা পাহালা কানানা কাসামা কালা সাকালা ফাটালা।
দর্শক সব চিৎকার করে উঠল,
চামাতাকারা, চামাতাকারা।
হঠাৎ আর একজন বলল, কবি ভাই শুধু
যদি 'এ' কার দিয়ে একটু শোনাতেন। কি আর করা।
কবি শুরু করল,
পেখে সেবে কেরে রেবে রেতে পেহেল
কেনেনে কেসেমে কেলে সেকেলে ফেটেলে।
দর্শক সব চিৎকার দিয়ে উঠল,
চেমেতেকেরে চেমেতেকেরে।
আর এক দর্শক : কবি ভাই 'উ' কার দিয়ে।
কবি : পুখু সুবু কুরু রুবু রুতু পুহুলু কুনুনু কুসুমু
কুলু সুকুলু ফুটুলু। সব দর্শক একসাথে :
চুমুতুকুরু
চুমুতুকুরু।
আর এক দর্শক : 'ই' কার দিয়ে।
কবি :
পিখি সিবি কিরি রিবি রিতি পিহিলি কিনিনি কিসিমি কিলি সিকিলি ফিটিলি।
সব দর্শক একসাথে :
চিমিতিকিরি চিমিতিকিরি।
(আপনাকে বিরক্ত করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত)
বিষয়: বিবিধ
২০৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন